বালুরঘাটে মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ উঠলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে মহিলা পরিচালিত বুথে অব্যবস্থার অভিযোগ উঠলো। জানা গেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে ২৬ এপ্রিল অর্থাৎ শুক্রবার। এজন্য প্রত্যেকটি বুথে ভোট কর্মীরা আজ বৃহস্পতিবার বিকেল বেলার মধ্যেই পৌঁছে গেছেন। বালুরঘাটে নামাবঙ্গী স্কুলে মহিলাদের দ্বারা পরিচালিত চারটি বুথ হয়েছে। এখানে মোট ১৬ জন মহিলা পোলিং পার্সোনেল রয়েছেন। অভিযোগ উঠেছিল, এই স্কুলটিতে মহিলাদের পক্ষে ভোট পরিচালনা করার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই এবং টয়লেটও অপরিষ্কার। ভোটকর্মীরা স্কুলে ঢুকে এই অব্যবস্থা দেখে সেক্টর অফিসে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরেই বালুরঘাট ব্লকের রিটার্নিং অফিসার সম্বল কুমার ঝাঁ ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি উক্ত অব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখেন এবং যথাযথ ব্যবস্থার নির্দেশ দেন। তার নির্দেশ পেয়ে সাফাই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে টয়লেটটি পরিষ্কার করে দেয় এবং পরিস্থিতি পরবর্তীকালে স্বাভাবিক হয়।
মহিলা প্রিজাইডিং অফিসার শ্রাবণী সরকার জানালেন, “এটা সত্যি যে নামাবঙ্গী স্কুলে যেখানে আমরা ভোট নিতে এসেছি সেখানে কিছু অব্যবস্থা ছিল। আমরা এই অব্যবস্থার বিষয়ে সেক্টরকে জানিয়েছি এবং সেক্টর থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন বর্তমানে আর কোন সমস্যা নেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টিও যথেষ্ট ভালো।”
এ বিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও সম্বল কুমার ঝাঁ জানালেন, “ওই স্কুলে যে টয়লেট টি ঘিরে সমস্যা হয়েছে সেটি একটি পরিত্যক্ত টয়লেট। ওই টয়লেট টি মহিলা ভোট কর্মীদের জন্য নয়। তাদের জন্য আলাদা টয়লেট রয়েছে এবং সেখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝির জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মহিলা ভোট কর্মীদের সঙ্গে কথা বলেছি। আপাতত কোন সমস্যা নেই। আমরা আশা করছি আগামীকাল নির্বিঘ্নে সমগ্র ভোট প্রক্রিয়াটি সম্পন্ন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *