নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ‘রুপোলি শস্য’- ইলিশ মাছ এসে গেলো আলিপুরদুয়ারে। এক কেজির নিচে হলে ১৬৫০ টাকা কেজি দর। আর এক কেজির বেশি ওজনের ইলিশ ১৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ইলিশ তুমি কার সেই প্রশ্নও উঠছে। আলিপুরদুয়ারে এখন দেদারে বিক্রি হচ্ছে ইলিশ। সৌজন্যে রাজ্য সরকারের সুফল বাংলার স্টল। বাংলাদেশের ইলিশ বলেই বিক্রি হচ্ছে এই ইলিশ। খোলা বাজারেও ইলিশ মিলছে। তবে বাজার কমিটির দাবি এই ইলিশ বাংলাদেশের বা পদ্মার ইলিশ নয়। বাংলাদেশের ইলিশ আসবে রথের পর। ইলিশ তুমি কার? বাংলাদেশের না মায়ানমারের? নাকি ডায়মন্ড হারবারের? এই প্রশ্ন দূরে সরিয়ে রেখে জামাই ষষ্ঠীর আগেই আলিপুরদুয়ারে ভেতো বাঙ্গালিরা মেতেছে ইলিশে।
‘রুপোলি শস্য’- ইলিশ মাছ এসে গেলো আলিপুরদুয়ারে।
