ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এদিন বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার। একান্ত এই বৈঠকে সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে জেলার একাধিক বিষয় তুলে ধরেন। বালুরঘাট লোকসভা এলাকায় চিকিৎসা, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা সহ একাধিক বিষয়ের পরিকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি রাখেন। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকে উত্তরবঙ্গ অংশকে অন্তর্ভুক্তির জন্য দাবী জানান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।