নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- আরামবাগ হাইস্কুলের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস পরিবেশকে বাঁচাতে এলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। সহযোগী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধু শান্তনু পাল। গাছ লাগানোর জন্য শুশুনিয়া পাহাড়ে এসে উঠে পড়লেন চূড়ায়। এই ভাবেই সুস্থ এক পৃথিবীর জন্য পরিবেশ সচেতনতা যাত্রা করলেন তিনি। বহু বর্ষজীবী গাছের সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন তিনি। বিশেষ করে দিন দিন কমতে থাকা বট, অশ্বথ , কদম, বকুল, কৃষ্ণচূড়া গাছ ও লাগাচ্ছেন বিভিন্ন জায়গায়। শুশুনিয়া পাহাড়ের উপরে দশটি গাছ লাগানো হয়েছে বৃক্ষ জাতীয় এবং পাহাড়ে ওঠার রাস্তায় পাঁচটি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি আটজন স্থানীয় গ্রামবাসীর হতেও চারাগাছ তুলে দেওয়া হয়েছে লাগানোর জন্য।
আরামবাগ হাইস্কুলের পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস পরিবেশকে বাঁচাতে এলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে।
