নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করল আবগারি দফতর। রবিবার রাতে মাদারিহাটের টোটো পড়া মোড়ে একটি বোলেরো গাড়ি থেকে ওই বিপুল পরিমান মদ উদ্ধার হয়। কয়েক লক্ষ টাকার অবৈধ মদ পাচার করার চেষ্টা করছিলো দুষ্কৃতীরা। কিন্তু আবগারি দফতরের সক্রিয়তায় সফল হতে পারেনি পাচারকারীরা। যদিও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আবগারি দফতর। দুষ্কৃতীদের খোঁজে তাল্লাশি চলছে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভুটানি মদ উদ্ধার করল আবগারি দফতর।











