বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৫।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল গঙ্গারামপুর পৌর উৎসব ২০২৫। এদিন গঙ্গারামপুর শহরের তরুণের আহ্বান ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে ফুটবল ক্লাব ময়দানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর পৌরসভার পৌর পিতা প্রশান্ত মিত্র সহ সমস্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন ধরনের জন সচেতনতা মূলক ট্যাবলো দেখতে পাওয়া যায় শোভাযাত্রায়। এছাড়াও গঙ্গারামপুরের ফুটবল ক্লাব তরুনের আহ্বান ক্লাব চৈতালি ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাবল স্থান পায় শোভাযাত্রায়। গঙ্গারামপুর শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বিখ্যাত মুখা নাচ শোভাযাত্রার মান অনেকগুণ বাড়িয়ে দেয়। এছাড়াও ছিল ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য । যা দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায় শহরবাসী। প্রায় কয়েক হাজার শহরবাসী আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভা গঠন হওয়ার পর থেকে এই প্রথমবার পৌর উৎসবে মাতলেন শহরবাসী। ২৫ ও ২৬ দুই দিন শহরের ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে পৌর উৎসব। বহিরাগত শিল্পী সমন্বয়ে শনিবার রবিবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করা পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।

Byte প্রশান্ত মিত্র চেয়ারম্যান গঙ্গারামপুর পৌরসভা
বিপ্লব মিত্র মন্ত্রী কেতা সুরক্ষা দপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *