মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহ শহর জুড়ে চলছিল বেআইনি গ্যাস রিফিলিং এর রমরমা কারবার। অভিযোগ পেয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান প্রশাসন ও পুলিশের। অভিযানে গ্রেপ্তার তিন ব্যবসায়ী। উদ্ধার শতাধিক গ্যাস সিলিন্ডার। সিল করে দেওয়া হয়েছে তিনটি দোকান। মালদা শহরের আইটিআই মোড় এলাকায় হানা পুলিশের। ইংরেজবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং। অভিযোগ দীর্ঘদিন ধরে এই দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার রিফিলিং করার প্রক্রিয়া চলছিল।
মালদহের মহকুমাশাসক পঙ্কজ তামাং জানিয়েছেন, এই ব্যবসা পুরোপুরি বেআইনি। জেলাশাসকের নির্দেশে অভিযান চালানো হয়েছে। আরও বেশ কয়েকটি জায়গায় একইরকম ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সেসব এলাকাতেও অভিযান চালাবে প্রশাসন।
মালদহ শহর জুড়ে চলছিল বেআইনি গ্যাস রিফিলিং এর রমরমা কারবার, অভিযানে গ্রেপ্তার তিন ব্যবসায়ী।

Leave a Reply