নিজস্ব সংবাদদাতা, হিলি, ২৫ জানুয়ারি: স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবেরা এলাকায়। জানা গেছে মৃতার নাম সুচিত্রা মাহাতো(২৮)। এদিকে স্ত্রীকে খুন করার অভিযোগে স্বামী হেমন্ত মাহাতো ও শ্বশুর খগেন্দ্রনাথ মাহাতোকে আটক করেছে হিলি থানার পুলিশ। শনিবার বিকেলে হিলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে মৃতার বাপের বাড়ির তরফ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেতে পুরো ঘটনার তদন্তে নেমেছে হিলি থানার পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির বাইরে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু হয়। গাছের ডালের বাড়িতেই মৃত্যু হয় বলেই জানা গেছে। মৃতা গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এই সন্দেহে স্বামী তাকে মারধর করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বছর কয়েক আগে তাদের দেখাশোনা করেই বিয়ে হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিলি থানার পুলিশ। পরে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে। শনিবার এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply