দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সামনেই চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলা জুড়ে শুরু হয়েছে গাজন। চড়ক পুজোর গাজনে নাচের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন দেবদেবীর মুখোশ। এই ধরনের কাঠের মুখা তৈরি করেন দক্ষিণ দিনাজপুরের বালাপুরের বাসিন্দা গণেশ বর্মন। জেলা সহ জেলার বাইরেও এই মুখা কেনেন গাজন সন্ন্যাসীরা।
প্রায় 25 বছর ধরে কাঠের মুখা বানাচ্ছেন তপন ব্লকের বালাপুরের গণেশ বর্মন। মূলত কালীমুখা বা অন্যান্য দেবদেবীর মুখা ব্যবহৃত হয় চৈত্র মাসে গাজনে। মুখা প্রতি দাম ৫-৬ হাজার টাকা। সেই টাকায় সংসার প্রতিপালন করছেন মুখাশিল্পী গণেশ বর্মন। রাজ্য সরকারের শিল্পী ভাতা থাকলেও, শিল্পী হিসাবে কোন সরকারি সাহায্য পান না বলে জানান তিনি।
বাইট – গনেশ বর্মন, মুখা শিল্পী।
Leave a Reply