রাতের শহরে ফের অগ্নিকান্ডের ঘটনা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- রাতের শহরে ফের অগ্নিকান্ডের ঘটনা। 7/1 পদ্মপুকুর লেন এ হঠাৎ এক বস্তির ভিতর এ এক বাড়িতে আগুন লাগতে দেখেন ওই ঘরের বাসিন্দারা … তারা বলেন এই পুরো বাড়িটি প্রোমোটিং এর জন্য খালি করে দিতে বলেছিলেন প্রোমোটার … বারংবার তাঁদের বলা হয় …কিন্তু তারা খালি করতে না চাওয়ায় এরম ঘটনা বলে মনে করছেন তারা
রাতে এই ঘটনা স্থলে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *