পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মানব ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম এই বার্তাকে সামনে রেখে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ক্ষুদিরাম সভাকক্ষে কোলাঘাট ব্লক প্রশাসন ও কোলাঘাট পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ও ইফতার মজলিসের আয়োজন, এদিন এই সম্প্রীতি সভায় প্রায় ২০০ জন হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ সমবেত হন, এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানিয়েছেন, সব ধর্মের মানুষের উৎসব আনন্দ রয়েছে, আমাদের যেমন সব থেকে বড় উৎসব দুর্গোৎসব, কেমন মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদ, যাতে সরকারি নির্দেশিকা মেনে সেই উৎসব পালন করে, সেই বার্তা দেয়ার পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তা দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে।
কোলাঘাট পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসনের উদ্যোগে ক্ষুদিরাম সভা কক্ষে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ও ইফতার মজলিস।

Leave a Reply