দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুমারগঞ্জ ব্লকের দাউদপুর গ্রামে ২৭ শে মার্চ থেকে শুরু হয়েছে বাবা বৈদ্যনাথের পুজো, এই পুজোকে ঘিরে বসেছে মিলন মেলা, এই পুজোকে ঘিরে পূর্নার্থীদের ঢল উপচে পড়েছে, মন্দির প্রাঙ্গণে, পুণ্যার্থীরা আত্রাই নদী তে পূর্ণ সান বা বারুনী সনে ব্যস্ত, বহুদিনের প্রাচীন এই পুজো, সেই উপলক্ষে অনুষ্ঠিত হয় এই বারুনী মেলা, বাবা ভোলেনাথ এখানে বৈদ্যনাথ রূপে পূজিত, মন্দিরের ৫ ফুট নিচু থেকে এক শিব লিঙ্গের আবির্ভাব হয়, সেখানেই মাটির মন্দিরে পূজিত হতো বাবা বৈদ্যনাথ, ধীরে ধীরে আজ সেই মন্দির সেজে উঠেছে, সরকারি পারমিশন অনুযায়ী তিন দিন পুজো উপলক্ষে মেলা চলবে, এ বিষয়ে প্রধান পুরোহিত সব্যসাচী ভৌমিকের কাছে কিছু জানতে চাইলে তিনি কি জানালেন চলুন শুনবো তারই মুখ থেকে
কুমারগঞ্জ ব্লকের দাউদপুর গ্রামে ২৭ শে মার্চ থেকে শুরু হয়েছে বাবা বৈদ্যনাথের পুজো।

Leave a Reply