নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা কলেজের নবীন বরণ উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী, ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডঃ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ। জানা গিয়েছে, অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবীনদের বরণপর্ব ও ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন নবীন বরণ উৎসব এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মাদনাও লক্ষ্য করা গেছে।
শুক্রবার ফালাকাটা কলেজের নবীন বরণ উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

Leave a Reply