ময়না-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একটু ভেবে দেখুন তো আগামী কাল থেকেই বিভিন্ন স্কুলগুলো শিক্ষকের অভাবে কিভাবে চলবে।কোন স্কুলে দুইজন আব কোন স্কুলে ছয় জন আবার কোন স্কুলে ১৩ জন শিক্ষক হঠাৎ করে বাতিলের তালিকায়। বৃহত্তর পরিকাঠামোযুক্ত স্কুল গুলি আগামী দিনে কিভাবে তার পঠন পাঠন ও সার্বিক পরিকাঠামো সচলভাবে চালানো সম্ভব হবে। প্রশ্ন থাকলো আপনাদের কাছে? এমনই একটি স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ।যার বর্তমানে ছাত্রী সংখ্যা ১৬০০ উপরে মোট শিক্ষিকার সংখ্যা ছিল ৩৩ বর্তমানে তা কমে দাড়িয়েছে ২০ এত বড় পরিকাঠামা যুক্ত স্কুলগুলি কিভাবে চলবে।কি ভাবছেন বিভিন্ন স্কুলের অভিভাবক সহ বিভিন্ন স্কুলের ভারপ্রাপ্ত বা প্রধান শিক্ষক শিক্ষিকারা।
ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের শিক্ষিকার সংখ্যা ছিল ৩৩ বর্তমানে তা কমে ২০, কিভাবে চলবে চিন্তায় ভারপ্রাপ্ত বা প্রধান শিক্ষিকা।

Leave a Reply