পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মেদিনীপুর টাউন স্কুলের সম্ভাব্য দুজন শিক্ষকের চাকুরী গিয়েছে আজকের রায় এ। তাদের মধ্যে একজন ইকোনমিক্সের শিক্ষক অপূর্ব বেরা। তার বক্তব্য, ৫৫ টার মধ্যে ৫৫ টায় উত্তর দিয়েছিলাম। পরিবার নিয়ে এখন কি করবেন, তা নিয়ে সন্দিহান অপূর্ব বাবু। তিনি বলেন, মধ্যশিক্ষা পর্ষদ আমাদের নিয়োগ করেছে এসএসসি’র রেকমেন্ডেশনে। তারাই ভাববে…।
৫৫ টার মধ্যে ৫৫ টায় উত্তর দিয়েছিলাম, পরিবার নিয়ে এখন কি করবেন, তা নিয়ে সন্দিহান অপূর্ব বাবু।

Leave a Reply