নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বিয়ের পর হানিমুন করতে কাশ্মীর গিয়েছিলেন বালুরঘাটে রবীন্দ্রনগরের এক নব দম্পতি অনুরাগ মন্ডল ও দীপান্বিতা মন্ডল। জঙ্গি হামলায় পর্যটক খুনের দিন ছিলেন পহেলগাও। সেদিনই ঘোড়ায় চড়ে ঐ স্পটে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলির খবর জানতে পেরেই ফিরে আসেন হোটেলে। সারাদিন হোটেল-বন্দি ছিলেন আতঙ্কে।
এদিকে টিভিতে জঙ্গি হামলার ঘটনা জানতে পেরেই চিন্তিত হয়ে পড়েন তাদের বাবা-মা। কোনো খবর না পেয়ে সারারাত অনিদ্রায় কাটান। আজ সকালে ফোনে জানতে পারেন ছেলে এবং ছেলের বউ সুরক্ষিত রয়েছে। এদিনই তারা শ্রীনগর ফিরে এসে বাড়িতে ফোন করে জানায়।
এদিকে ওই নবদম্পতির শ্রীনগরে ঘুরতে যাওয়ার ঘটনা জানতে পেরে খোজ খবর নিতে বাড়িতে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ এবং বালুরঘাট থানার পুলিশ। কাশ্মীরে তারা সুরক্ষিত আছে জানতে পেরে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারা।
Leave a Reply