যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা, সে পরিমাণ উন্নয়ন হয়নি ক্ষোভ প্রকাশ করলেন এগরা দু’নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা দীনেশ প্রধান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা, সে পরিমাণ উন্নয়ন হয়নি ক্ষোভ প্রকাশ করলেন এগরা দু’নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা দীনেশ প্রধান যারা দুর্দিনের তৃণমূল কর্মী ছিল তাদেরকে আর এখন গুরুত্ব দেওয়া হচ্ছে না এখন নুতন তৃণমূল নেতৃত্ব আসার পর পুরনো তৃণমূলদের সঙ্গে যোগাযোগ না করার জন্য উন্নয়নের ঘাটতি দেখা যাচ্ছে। তিনি আরো দাবি করেন এই এলাকার একসময় যিনি বিধায়ক এবং মন্ত্রী ছিলেন তিনি হলেন অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা উনি এগরা উন্নয়নের ব্যাপক কাজ করেছেন উনার সঙ্গেও এখনকার রাজনীতি নেতারা যোগাযোগ না করার জন্য উন্নয়নের ব্যাঘাত ঘটছে, শুধু তাই নয় পানিপারুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা জানান তৃণমূলের মধ্যে তৃণমূল ক্ষোভ প্রকাশ করে কিন্তু ভোটের সময় সেটি তেমন সমস্যা থাকে না কিন্তু উন্নয়নের যে ব্যাঘাত ঘটছে তাও তিনি স্বীকার করেন সামনে ২৬ এর বিধানসভা ভোট দিনেশ বাবু এবং নিশিকান্ত বাবু দুজনেই জানান ২৬ এর ভোটকে লক্ষ্য করে ব্যাপক ভোটের মার্জিন হতে গেলে পুরনো তৃণমূল এবং নতুন তৃণমূল সকলকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *