পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একসময়ের এগরা বিধানসভার উন্নয়নের রূপকার ছিলেন এগরা বিধানসভার বিধায়ক তথা পরিষদীয় এবং আফগারি মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তখন তিনি ওই সময় মন্ত্রিসভায় ছিলেন সেই সময়ে যে উন্নয়ন এগরা বিধানসভায় তিনি করেছিলেন সেই উন্নয়ন এখন কিন্তু অনেকটাই আটকে গেছে বলে তিনি জানান। স্কুল কলেজ থেকে হাসপাতাল রাস্তাঘাট প্রশাসনিক দপ্তর সবকিছু যেমন তিনি তার নিজের হাতে গড়েছেন এখন কিন্তু অনেক কাজ হতে পারেনি। তিনি কেমন ভাবে এগরা বিধানসভার উন্নয়নের কাজ করেছিলেন তা তিনি জানালেন একান্ত সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধির কাছে তিনি আরো জানিয়েছেন যদি উন্নয়নের জন্য উনার পরামর্শ লাগে তাহলে তিনি তা দেওয়ার জন্য সবসময়ের জন্য প্রস্তুত আছেন। কোন রাজনীতি নয় রাজনীতিকে বাদ দিয়ে উন্নয়ন হোক উনার তার দাবি এগরা বিধানসভা কে তিনি খুব ভালোবাসেন সেই কারণে আরো বেশি করে উন্নয়ন হোক প্রবোধবাবুর আশা।
এগরা বিধানসভা কে তিনি খুব ভালোবাসেন সেই কারণে আরো বেশি করে উন্নয়ন হোক প্রবোধবাবুর আশা।

Leave a Reply