পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা সহ রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করল স্থানীয় মানুষজনদের উদ্যোগে,এই দিন শহরের বিদ্যাসাগর মঞ্চ থেকে এই মৌন মিছিলে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে,এই দিন স্থানীয় মানুষজন সহ শহরের পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষজন সামিল হয়েছে এই মৌন মিছিলে,এই দিন গোটা এলাকা মৌন মিছিল পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পাকিস্তানের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন,এই দিন এই বিক্ষোভের ফলে বেশ কিছুক্ষণ শহরে যানজট লক্ষ্য করা যায়। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।
কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে চন্দ্রকোনারোডে মৌন মিছিল স্থানীয়দের ।

Leave a Reply