ভালোবাসা না বলেই
এসেছিল একদিন বাতায়ন খুলে–
ভয়ে ভয়ে সংজ্ঞাহীন হই, চেতনা ফিরে এলে ভাবি, হয়তো আর কোনদিন দেখা হবে না তার সাথে।
কিন্তু গভীর রাতে হঠাৎ একদিন এলো সেও না বলে, এবার সে এসেছিল নিজের হাতে দ্বার খুলে, প্রখর উজ্জ্বলতা, আলোকের প্রদীপ্তিতে চোখ গেলো ধাঁধিয়ে, বাতি নিবিয়ে হাত ধরে বললো চলো কোনের সাঁজে ঘাটে নৌকা রেখে এসেছি বেঁধে;
নিয়ে যাবো নিজ গৃহে বিলম্ব নয়।
অনেক করেছো বারণ, এবার আমায় বলতে দাও এরা তোমার নয়কো আপনজন চুপ থাকো আমায় বলতে দাও এখানে নেই আনন্দ শুধুই দুঃখ ,কষ্ট যন্ত্রণা, গাত্রদাহ,
আমার কাছে রাখা আছে তোমার আনন্দ শুধুই আনন্দ, শুধু হাসি টুকু খানিক নিয়ে চলো মাঝ পথে তাকেও রেখে যেও|
Leave a Reply