চোখ : রাণু সরকার।।

কোনদিন তোমায় চিনিনি
একবার দেখায় হরণ করেছে
তোমার সৌন্দর্য আমার চোখ আক্রান্ত করে,
আমার এ চোখের আরোগ্য কি করে হবে,
আড়ালে আমার চোখ প্রহরার কাজ করে, তোমাকে বুঝতেই দেয় না-
এই বেশ আছি পরস্পরের দৃষ্টি বিনিময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *