ছোট্ট এক হৃদয়ে থাকে সংখ্যাতীত
ব্যথা দুঃখ অব্যক্ত কথারা,
অতি ঘনিষ্ঠ হৃদয়ের সাথে-
কিন্তু ওরা অকুটিল সংখ্যায় অনেক
তবে বিস্মরণীয়-
প্রতিদিন অদৃষ্টের সাথে চলে লড়াই অবশেষে হয় ক্লান্ত তখন মন ভেঙে লন্ডভন্ড-
আর কিছু থাকে চোখের পাতায় তারা ভীষণ নিষ্ঠুর নির্দয়।
Leave a Reply