ভগবানগোলায় সকালে ভয়াবহ পথদুর্ঘটনা: মারুতি ভ্যান-টোটো সংঘর্ষে আহত ৪, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা :– মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কালুখালী ইরফানের মোড়ে বুধবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তখন একটি টোটো গাড়িতে বাঁশ তোলা হচ্ছিল। সেই সময় লালগোলার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে টোটো গাড়িটিকে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, ভ্যানের তিনজন যাত্রী ও একজন পথচারী রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেন, আহত চারজনের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরে তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার পুলিশ। দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে তারা। পুলিশ সূত্রে জানা গেছে, মারুতি ভ্যানের চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তিনি তখনই ঘটনাস্থলে ছিলেন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মারুতি ভ্যানটির গতি অতিরিক্ত থাকার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্ব কার, তা নির্ধারণে তদন্ত চলছে। সংশ্লিষ্ট দুইটি গাড়িকেই আটক করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরফানের মোড়ে দীর্ঘদিন ধরেই কোনও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। এর ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তামূলক পদক্ষেপের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *