
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দাঁড়িয়ে থাকা গ্যাস টাংকার ব্লাস্ট হয়ে গুরতর আহত ৭ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও দুটি লরি, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ১৬ নং জাতীয় সড়কে,ঘটনার খবর পেয়ে
ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও জাতীয় সড়কের টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হোলো চিকিৎসার জন্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ডেবরায় ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাংকার গাড়ীর কাজ করার জন্য গ্যারেজে দাঁড়ায়। সেই তার পরেই বিকট আওয়াজ।তারপরেই দেখা যায় গ্যাস ট্যাংকার ব্লাস্ট হয়েছে।আর তাতেই গুরুতর আহত হয়েছে ৭ জন। ক্ষতি হয়ে গ্যাস টাংকারের পাশে থাকা একটি স্কুল গাড়ী ও দুটি লরির। পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও জাতীয় সড়কের টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।












Leave a Reply