শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ির কাছে মাটিগাড়া তুম্ব্যা জোতে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় ,এক সম্প্রদায়ের মানুষ থানায় ডেপুটেশন দিয়ে বজরং দলের কারিকর্তা গত দুদিন আগের মাটিগাড়া বালাসন ব্রিজের ঘটনাকে কেন্দ্র করে যে বর্তমান পুলিশ রিমান্ডে আছে ,তার বাড়িতে দুই দিক থেকে একসঙ্গে আক্রমণ হয়। প্রায় ৪০০ জনের লোকের মতো ,তলোয়ার বল্লাম বিভিন্ন রকম ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে, ঘটনাস্থলে পুলিশ প্রশাসন বজরং দল কার্যকর্তা এম এল এ আনন্দময় বর্মন ,দার্জিলিং এর সংসদ রাজু বিষ্ঠা ক্ষুদ্র জনতা সোমবারে 12 ঘন্টা বন্ধের ডাক দেয়,,,,
শিলিগুড়ির কাছে মাটিগাড়া তে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় !

Leave a Reply