এলাকায় নেই কোন ড্রেন, তাই বারোমাসই রাস্তায় জমে থাকে পচা নোংরা জল, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকায় নেই কোন ড্রেন। তাই বারোমাসই রাস্তায় জমে থাকে পচা নোংরা জল। আর যা থেকে এলাকায় মশা এবং সাপের উপদ্রব বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। সুখা মরশুম থাক বা বর্ষার মরশুম সব সময়ই জলে পরিপূর্ণ থাকে এলাকা। ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা সহ একাধিক এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, আজকে ইংলিশ বাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা ঢালাই রাস্তা, পানীয় জল থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছেন। কিন্তু বঞ্চিত রয়েছেন তারা। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে কিন্তু ভোট চলে গেলে তাদের এই সমস্যার সমাধান হয় না।
ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই ওয়ার্ড তৈরি হয়েছিল ১৯৯০ সালে তখন দায়িত্ব ছিল সিপিএম পরবর্তীতে কংগ্রেস তাদের সময় এলাকায় কোন উন্নয়ন হয়নি কিন্তু যবে থেকে আমরা এই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি আমাদের তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার এলাকায় উন্নয়নের কাজ করেছে। এলাকায় ড্রেনের সিস্টেম নেই সে ক্ষেত্রে জল সেভাবে বেরোতে পারেনা l সে ক্ষেত্রে এই ড্রেন সিস্টেম এর কাজ করা হবে আমি এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান জেলা প্রশাসনকে এমনকি আমাদের রাজ্যের পৌর মন্ত্রিকেও বিষয়টি জানিয়েছি।
তৃণমূল পরিচালিত ইংলিশ বাজার পৌরসভার বোর্ডের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে সরব পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলার অম্লান ভাদুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *