পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠকে শাসকদলের জনপ্রতিনিধিদের সাথে বিরোধী দলের তুমুল হই হট্টগোল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কর্মশ্রী প্রকল্পে কাজ ঠিকমতো হচ্ছে না,এমনি অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাইত। সঙ্গে সঙ্গে সরকারি সভায় উপস্থিত শাসকদলের জনপ্রতিনিধিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সরকারি সভায় তখন উপস্থিত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উগ্লানাথন, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শিউলি সাহা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিকরা।যদিও বৈঠকে গন্ডগোলের অভিযোগ মানতে নারাজ মন্ত্রী শিউলি সাহা, তিনি বলেন সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য রায় নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন। সকলেই আগে বলার চেষ্টা করেছেন আর যে কারণেই গন্ডগোল হয়েছে। এর চেয়ে বেশি কিছু নয়। এই বৈঠকে কে বিজেপি কে তৃণমূল তা কিন্তু আমরা জানি না। আমরা সবাইকে দেখেছি সবাই এসেছেন সবাই বলার চেষ্টা করেছেন। কিন্তু একসঙ্গে বলতে গিয়েই এই সমস্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা তিনি সব থেকে বেশি বলেছেন। তাই অন্যরা সুযোগ না পাওয়াতে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়েছে ফলে ওদের না বলতে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
সরকারি সভায় গন্ডগোল থামাতে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি কেউ দেখা যায়। সভার শেষে জনপ্রতিনিধিরা বেরিয়ে এলে শাসকদলের প্রতিনিধি এবং বিরোধী দল তথা বিজেপির জনপ্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *