পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৪ নম্বর উড়্যাসাই অঞ্চলের মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সায়েন্স কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উড়্যাসাই গ্রামে।এইদিন স্কুলের চার জন শিক্ষক, লাইব্রেরিয়ান সহ তিনজন টিউশন শিক্ষক ও এলাকার উৎসাহী ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কবিতা, বক্তব্য উপস্থাপনা করে। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির রাজ্য ঘোষিত ‘পরিবেশ বাঁচাও সপ্তাহ’ কর্মসূচির আহ্বান জানিয়ে সংগঠনের জেলা সম্পাদক সৌভিক ভট্টাচার্য আলোচনা সভায় বক্তব্য রাখেন। এছাড়াও লাইব্রেরীয়ান বিকাশ কারক ও স্কুলের ভুগোল শিক্ষক বিশ্বনাথ হেমচন্দ্র পরিবেশ সচেতনতা ও প্রয়োজন ভূমিকা সম্পর্কে অত্যন্ত মূল্যবান পরামর্শ দেন।
মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় উপস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সায়েন্স কুইজ ও আলোচনা সভা।

Leave a Reply