দিনহাটা, নিজস্ব সংবাদদাতা:- দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। এখন বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস আর মানুষের দয়া ছাড়া আর কোনও ভরসা নেই দিনহাটার ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের নগর ভাগ্নী এলাকার বাসিন্দা জাহানুর ইসলামের। পেশায় ছিলেন দর্জি। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ বাবাকে নিয়ে চলত তাঁর সংসার। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর একাধিক হাসপাতালে ঘুরে চিকিৎসা করিয়েছেন। শেষমেশ জানা যায়, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণরূপে অকেজো হয়ে গিয়েছে। শুরু হয় নিয়মিত ডায়ালাইসিস। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সঞ্চয়, বিক্রি হয়েছে জমি-জায়গা। এখন প্রতিবেশীদের সাহায্যেই চলছে চিকিৎসা।
এ অবস্থায় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসেছেন তার বৃদ্ধ বাবা, যিনি নিজের একটি কিডনি দিতে রাজি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপন সম্ভব—কিন্তু দরকার ২৫ থেকে ৩০ লক্ষ টাকা।
এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করা এই পরিবারের পক্ষে কার্যত অসম্ভব।
জাহানুরের বাবা কাঁদতে কাঁদতে বলেন—
“আমি আমার কিডনি দিতে রাজি, কিন্তু টাকা জোগাড় হবে কীভাবে? কেউ যদি একটু সাহায্য করত, তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতাম। ওর দুটি ছোট সন্তান আর স্ত্রীকে নিয়ে তো আরেকটা যুদ্ধ শুরু হবে যদি ও না বাঁচে।”
জাহানুরের জীবন রক্ষা করতে চাইলে এখন একটাই উপায়—সাহায্য। কেউ চাইলে স্কিনে দেওয়া ব্যাঙ্ক ও মোবাইল নম্বরে সাহায্য পাঠাতে পারেন:
অ্যাকাউন্ট হোল্ডার নাম: JAHANUR ISLAM
অ্যাকাউন্ট নম্বর: 34097411891
IFSC কোড: SBIN0008712
ফোন ও ফোনপে নম্বর: +91 76792 21353
এই প্রতিবেদনের মাধ্যমে যদি একজন মানুষের জীবন বাঁচে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। দয়া করে শেয়ার করুন।
Leave a Reply