পহেলা জুলাই ডক্টরস ডে উপলক্ষে হিলে গ্রামীণ হাসপাতালে আয়োজিত রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক গ্রামিন হাসপাতালের ব্যবস্থাপনা আজ হিলি গ্রামীণ হাসপাতালে ‘ডক্টরস ডে’ উপলক্ষে রক্তদান শিবির ও সম্বর্ধনা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস । হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস। হিলি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ দ্বৈপায়ন পান্ডে। হিলি গ্রামীণ হাসপাতালের ডক্টরস ,নার্স ও আধিকারিকরগন। এই রক্তদান কর্মসূচিতে সর্বমোট 26 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করলেন। জেলায় রক্ত সংকট দূর করতে যা বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *