পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে এবং খুদে পড়ুয়াদের স্কুল মুখী করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতনের মিড ডে মিলে নতুন স্বাদ আনলো শিক্ষক শিক্ষিকারা,বুধবার মিড ডে মিলের মেনুতে ছিল ফ্রাইডরাইস, মাংসের পাশাপাশি সাদা ভাত রাখা হয়েছিল এই মেনুতে, এই বিষয়ে BDO দীপাঞ্জন ভট্টাচার্য শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন ব্লকের প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেক মাসে একবার এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন পড়াশোনার আগ্রহ বাড়বে,তেমন স্কুল মুখী হওয়ার আগ্রহ বাড়বে ছাত্র-ছাত্রীদের মধ্যে।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার আগ্রহ গড়ে তুলতে মিড ডে মিলে নতুন স্বাদ আনলো নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন।

Leave a Reply