কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- এসএসসি অভিযান। বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের আচার্য সদল চলো অভিযান। ওয়েস্ট বেঙ্গল আনটেইনটেড টিচার্স অ্যাসোসিয়েশন। দাবি, যোগ্য ও অযোগ্য দের সার্টিফাইড লিস্ট সুপ্রিম কোর্টে জমা করতে হবে। তালিকা না পাওয়া পর্যন্ত আচার্য সদনে অবস্থান।
পদযাত্রা শুরু হয়ে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন পর্যন্ত যাবে।
১) চিন্ময় মন্ডল। আহ্বায়ক। WBUTA
বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের আচার্য সদল চলো অভিযান।

Leave a Reply