পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ তৃণমূলের যোগদানের বিষয় নিয়ে জল্পনা রয়েছে তুঙ্গে, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর থেকে সেই জল্পোনাকে উস্কে দিলেন দিলীপ ঘোষ, এদিন প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন উত্তর পেয়ে যাবেন, পাশাপাশি কলকাতায় নব রাজ্য সভাপতিকে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন মুসলিম ভোট দরকার নেই সেই পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু ভোট নিয়ে দিলীপ ঘোষ বলেন বলেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, বিভিন্ন পরিস্থিতিতে কারণে এটা হয়ে থাকে, অন্যদিকে খড়গপুর শহরে ঘটে যাওয়ার ঘটনার পর এখনো পর্যন্ত অধরা তৃণমূল নেত্রী, প্রসঙ্গত গত কয়েকদিন আগে প্রবীণ সিপিআইএম নেতা অনিল দাস কে বাজারের মধ্যে মারধরের ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তা নিয়েও করা সমালোচনা করেন দিলীপ ঘোষ।
খড়গপুর থেকে ২১শে জুলাইয়ের মঞ্চে চমকের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ।

Leave a Reply