
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –হবিবপুর ব্লকে আইহো তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আইহো বাসস্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব পালিত হলো।আইহো অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থকরা আইহো বাসস্ট্যান্ডে পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালক সকলের হাতে রাখি পরিয়ে পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করলেন।এদিন উপস্থিত ছিলেন আইহো তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রতাপ দাস,হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি উজ্জ্বল মিশ্র সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।












Leave a Reply