
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের আয়োজনে সংস্কৃতি দিবসের অঙ্গ হিসেবে ‘রাখি বন্ধন উৎসব–২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো কুমারগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনার মেলবন্ধন ঘটল এ দিনের আয়োজনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, ব্লক ইয়ুথ অফিসার (বিওয়াইও), স্থানীয় ছাত্রছাত্রী ও শিশুরা। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলা সংস্কৃতির দুই দিকপালের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য ছিল দিনটির অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
পরবর্তীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় প্রতিভাবান শিল্পীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়ার প্রতীকী আচার, যা সামাজিক ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের বহিঃপ্রকাশ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সকলেই অংশ নেন এই সুন্দর বন্ধন উদযাপনে।
কুমারগঞ্জ ব্লকের এই উদ্যোগ কেবল একটি উৎসব উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি ছিল বহুমাত্রিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক সফল প্রয়াস। আয়োজকদের বিশ্বাস, এই ধরনের কর্মসূচি ভবিষ্যত প্রজন্মকে ঐতিহ্যের প্রতি অনুরাগী করবে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে অনুপ্রাণিত করবে।
সংস্কৃতি দিবসে রাখা এই ‘রাখি বন্ধন উৎসব’ কুমারগঞ্জের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক উজ্জ্বল সংযোজন হিসেবে চিহ্নিত হলো।












Leave a Reply