
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ডোমকল থেকে বহরমপুর গামি যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে কলা বাড়িয়া নয়ন চলিতে পাল্টি খেয়ে যাই যাত্রী বোঝাই বাসটি। স্থানীয়দের সহযোগিতায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এমনটাই খবর গাড়ি চালক ও খালাসী কোন খোজ মেলেনি এখনও পর্যন্ত। স্থানীয়দের দাবি এখনো হয়তো কিছু যাত্রী বাসের মধ্যে থেকে যেতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। বাসটি ডোমকল থেকে বহরমপুর গ্রামের যাবার সময় পাশে একটি টুকটুকি ছিল এবং সামনে একটি লরি ছিল এমনটাই স্থানীয়দের দাবি wb ৫৮ ৫৭৮ ০ এই নম্বরের গাড়িতে উল্টিয়ে যায় ডোমকল ব্লকের কলাবারিয়া নয়ন জলিতে।












Leave a Reply