
আন্তর্জাতিক ডেস্ক:- আমেরিকা ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন চীন সফরকে নতুন সম্ভাবনার জানালা হিসেবে দেখছে বেইজিং।
রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। ভারত দৃঢ়ভাবে জানিয়ে দেয়, জাতীয় স্বার্থের প্রশ্নে তারা কোনো বিদেশি চাপ মেনে নেবে না। এর ফলে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে।
এই পরিস্থিতিতেই চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে মন্তব্য করেছে— ভারত একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে, যা ওয়াশিংটনের জন্য নিয়ন্ত্রণ করা সহজ নয়। সম্পাদকীয় আরও বলছে, অতীতের মতপার্থক্য সত্ত্বেও বর্তমানে ভারত-চীনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত মিলছে। দুই দেশ একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের সহযোগী হিসেবে দেখতে শুরু করেছে।
গ্লোবাল টাইমস মোদীর এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে স্বাগত জানিয়েছে। তারা হিন্দু সংস্কৃতির একটি প্রবাদও উদ্ধৃত করেছে— “নিজের ভাইয়ের নৌকা পার করো, তোমার নৌকাও পারে পৌঁছে যাবে”, যা পারস্পরিক সহায়তার গুরুত্বের প্রতীক।











Leave a Reply