শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসসি ওবিসি সেলের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠান

শালবাড়ি, ১০ আগস্ট: আজ শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এসসি ওবিসি সেলের নবনিযুক্ত অঞ্চল সভাপতি আলতাফ হোসেন এবং কার্যকরী সভাপতি জ্যোতির্ময় (বিকাশ) রায়-এর সম্মানে। এই সংবর্ধনা প্রদান করে তৃণমূল কংগ্রেসের শালবাড়ি ১ নং অঞ্চল কমিটি। উক্ত অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ, উজ্জ্বল ও রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী অরবিন্দ রায় সরকার, তৃণমূল কংগ্রেসের অঞ্চল কনভেনার নির্মল রায়, তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের ব্লকের সাধারণ সম্পাদক বাবলু রহমান, যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শান্ত কর, ব্লকের এসসি ওবিসি সেলের সহকারী সভাপতি দিনেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা নির্মল চন্দ্র রায়, উৎপল সিংহ রায় সহ অন্যান্য নেতা, কর্মী এবং স্থানীয় বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত দুই নেতাকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। তাদের নেতৃত্বে আগামী দিনে এসসি ওবিসি সম্প্রদায়ের উন্নয়ন ও দলীয় বিভিন্ন কাজকর্ম করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত অঞ্চল সভাপতি আলতাফ হোসেন বলেন,
“আমি কৃতজ্ঞ দলীয় নেতৃত্বের প্রতি, আমাকে এই দায়িত্বে নিযুক্ত করার জন্য। এই দায়িত্ব শুধুই পদ নয়, এটা এক বিশাল দায়িত্ব ও অঙ্গীকার। আগামী দিনে আমি এলাকার উন্নয়ন, জনসাধারণের ন্যায্য দাবিদাওয়াকে বাস্তবায়নের জন্য সবরকম উদ্যোগ নেবো।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নবনিযুক্ত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের আগামী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *