স্বাধীনতা দিবসের প্রাক্কালে মালদায় বিএসএফ-এর ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে মঙ্গলবার বিএসএফ-এর পর থেকে হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন চোখে পড়ল মালদায়। মালদার হবিবপুর ব্লকের আইহো স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকালে তিরঙ্গা যাত্রা শুরু করেন বিএসএফ-এর ১২নং ব্যাটেলিয়নের জওয়ানরা। তারা হাতে ও বাইকে, ভারতের জাতীয় পতাকা তুলে ধরে আইহো থেকে বাইক র‍্যালি করেন। সেই র‍্যালি সীমান্ত এলাকার রোড ধরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিঙ্গাবাদ বিওপিতে গিয়ে শেষ হয়। এদিনের এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিএসএফ-এর ১২নং ব্যাটেলিয়নের কমান্ডান্ট প্রেম কুমার সহ বিএসএফের অন্যান্য আধিকারিকেরা সহ এই বাইক র‍্যালিতে অংশগ্রহণ করে সাধারণ জনতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *