
নিজস্ব সংবাদদাতা, মালদা—-বেহাল রাস্তা, রাস্তার দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
মঙ্গলবার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা, তাদের অভিযোগ বহুদিন ধরে বেহাল রাস্তা হবিবপুর ব্লকের কানর্তুকা গ্রাম পঞ্চায়েতের,বেগুনবাড়ি থেকে উত্তর সিংড়া, দক্ষিণ সিংড়া,কাইসাবাড়ি সহ কলাইবাড়ি পর্যন্ত, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের জানিও রাস্তা না হওয়ায় অবশেষে মালদা নালাগোলা রাজ্য সড়কের বেগুন বাড়ি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ প্রায় দু ঘন্টা ঘরে চলে অবরোধ পুলিশ অবরোধ তুলতে হিমশিম খায়, পরে গ্রামবাসীর সাথে কথা বলার পর পথ অবরোধ তুলে।পরে সেখান থেকে হবিবপুর ব্লকের যায় অবোরধ কারীরা সেখানে হবিবপুর পুলিশ প্রশাসন আশ্বাসদেয় বিডিও রাস্তার বিষয়ে বিডিও সাথে কথা হয়েছে পাড়ায় সমাধান বসলে সেখানে রাস্তার বিষয় নিয়ে আলোচনা হবে অবশেষে অবরোধ করীরা বাড়ি ফিরে যান।












Leave a Reply