
বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- লন টেনিস খেলার সুবিধার্থে বালুরঘাটের ঐতিহ্যবাহী ক্লাব “1928 club” (নাইন্টিন টুয়েন্টি এইট ক্লাব) কে বাতিস্তম্ভ প্রদান করলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সংসদ তহবিলের প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন সুইচ টিপে।
সুকান্ত মজাদার জানান, বালুরঘাটের ঐতিহ্যবাহী এই ক্লাবে সিন্থেটিক লন টেনিস কোর্ট রয়েছে। রাতে আলোর সুবিধার জন্য সংসদ ট্যাবলেট টাকায় লন টেনিস কোর্টের উভয় পাশে বাতিস্তম্ভ দেওয়া হয়েছে সাংসদ তহবিলের ৬ লক্ষ টাকা ব্যয়ে।












Leave a Reply