
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নারী ও শিশু পাচারের মতো ভয়াবহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ হিলি ব্লকের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিলি উচ্চ বালিকা বিদ্যালয়-এ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার। এই একদিনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং হিলি উচ্চ বালিকা বিদ্যালয়, সহযোগিতায় ছিল হিলি বিওপি, বিএসএফ।অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রীদের প্রাণবন্ত সমবেত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক আলোচনার সূচনা হয়।সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া মন্দিরা রায়, চেয়ারপারসন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, দক্ষিণ দিনাজপুর; ভাবনা শর্মা, ইন্সপেক্টর ইনচার্জ, হিলি বিওপি, বিএসএফ; সূরজ দাশ, সদস্য, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি; এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতা ভৌমিক।












Leave a Reply