উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ইসলামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার হাজী মোজাফফর হোসেন এর পক্ষ থেকে আজ একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয় ইসলামপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কার্যালয়ের সি ডি পি ও -কে! তিনি বলেন দীর্ঘদিন থেকেই ইসলামপুর ব্লকের ২৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নাম বলঞ্চা, ও ৪০৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নাম পালপাড়া ওয়ার্ড নম্বর আট, এই দুই সেন্টারের তদন্ত করে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন তিনি করেন। তিনি বলেন এই দুই সেন্টারের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ৪০৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার জলি কর এর সেন্টারের ছাত্র-ছাত্রীর সংখ্যা শুন্য, এবং ২৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার প্রিয়াঙ্কা শেঠ এর ছাত্র-ছাত্রী সংখ্যা 10 থেকে 15 জন ওয়ার্কারদের বার বার বলা সত্ত্বেও ছাত্র-ছাত্রী সংখ্যা বাড়াতে পারে নাই। তাছাড়া এই সেন্টারের চাল ডাল তেল লবণ কোথায় যায়? প্রয়োজনে এদের অন্য সেন্টারে পরিবর্তন করে দেখা হোক নচেৎ সমস্ত বিষয়ের পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক বলে তিনি আবেদন করেন। ইতিপূর্বে এই বিষয়ে ইসলামপুর ব্লক অঙ্গনওয়াড়ি কার্যালয়ের সি ডি পি ও -কে মৌখিকভাবে দুইবার বিষয়টি জানানো হয়েছে।
তবে আজ লিখিত আকারে উক্ত বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনিয়মের অভিযোগে ইসলামপুরে লিখিত স্মারকলিপি প্রদান।

Leave a Reply