“২৬ শে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান,নির্বাচন কমিশনের SIR এর খেলাটা আগে মমতা ব্যানার্জী সামলান তারপর খেলা হবে খেলা হবে করবেন”, ঘাটাল থেকে মন্তব্যর শুভেন্দু অধিকারীর

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “২৬ শে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান,নির্বাচন কমিশনের SIR এর খেলাটা আগে মমতা ব্যানার্জী সামলান তারপর খেলা হবে খেলা হবে করবেন।” পূর্ব ঘোষণা মতোই শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকাতে প্লাবিত এলাকায় গিয়ে এভাবেই রাজ্যে SIR হওয়া নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত,স্বাধীনতা দিবসে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর খেলা হবে স্লোগান নিয়ে ঘাটালে এসে পাল্টা রাজ্য SIR নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা।তিনি বলেন,ভারতবর্ষে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় না।রাজ্য এক শ্রেণির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাশালী হতে পারে ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাশালী নন,সবাইকে সংবিধান মেনে চলতে হবে।সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে।কোনো মরা নাম,ডুপ্লিকেট নাম,অস্তিত্বহীন নাম থাকবে না,রোহিঙ্গা নাম থাকবে না,বাংলাদেশী মুসলমান থাকবেনা।”লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশে অনুপ্রবেশকারীদের জেরে জনবিন্যাসে প্রভাব পড়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাসবানী দিয়েছেন।সে প্রসঙ্গে এরাজ্য অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ৫৪০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশী মুসলমানরা আমাদের রাজ্যে এসে জমি নিচ্ছে।”এছাড়াও ঘাটালে প্রতিবছর বন্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছেন রাজ্যসরকারকে।ঘাটাল মাস্টার প্লান নিয়ে মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দেব কেও তীব্র কটাক্ষ করেন।২৬ শে বিজেপি ক্ষমতায় আসলে তবেই হবে ঘাটাল মাস্টার প্লান,ঘাটাল মাস্টার প্লান নিয়ে মুখ্যমন্ত্রী ঢপের চপ দিচ্ছেন আর একবার বন্যা পরিদর্শনের নামে ডাঙায় জলে নেমে গোড়ালি ডুবিয়ে তু খিচ মেরি ফটো করে চলে যান বলে দাবি শুভেন্দু অধিকারীর।ঘাটালে দাঁড়িয়ে সাংসদ দেব সম্পর্কে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।দেবের ছবি রিলিজ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে শুভেন্দু জানান,”ওর সব কীর্তি আমার কাছে এসেছে,দুবাইয়েতে যা করেছে সব তথ্য আমার কাছে এসেছে,এসব পরে বলবো।”আগেই গরু পাচার সংক্রান্ত মামলায় ইডির তলব ছিল অভিনেতা দেবকে,সাড়া দিয়ে দেখা করে এসেছিলেন দেব।এবার তাহলে দেব সম্পর্কে আবার অন্য কোনো বিষয় প্রকাশ্য আনার ইঙ্গিত দিলেন? এপ্রশ্নও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য,স্বাধীনতা দিবসের দিন ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ইঘাট এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,নৌকায় চড়ে পার্বতীচক এলাকায় যান।সেখানে শহীদ বেদীতে মাল্যদান করেন।কথা বলেন সাধারণ মানুষের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *