রামগঞ্জে তৃণমূলের বুথ কর্মীসভা, ২০২৬ ভোটে জয়ের রণকৌশল নির্ধারণ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের টেংরাবার বুথে আজ অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীসভা। বুথ সভাপতি মোঃ ফারুক ও যুব সভাপতি আনারুল হকের নেতৃত্বে এই বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বুথ থেকে আরও বিপুল ভোটে জয়ের রণকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় স্থানীয় রাস্তার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও সাধারণ মানুষের অভিযোগ শোনা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব গৃহীত হয়।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বুথ সভাপতি মোঃ ফারুক, যুব সভাপতি আনারুল হক, সম্পাদক আব্দুল গনি, সাহেদ রাজা সহ অন্যান্য নেতৃত্বরা। বুথের মেম্বার জালালুদ্দিন ও মেম্বারের প্রতিনিধি জাহাঙ্গীর আলমও সহযোগিতা করেন।
সভায় নেতারা মতপ্রকাশ করেন— “সংগঠনের বুথ হলো গাছের শিকড়ের মতো। শিকড় যদি মজবুত হয়, গাছও ততটাই শক্তিশালী হবে। ঠিক তেমনই বুথ সংগঠন শক্তিশালী থাকলে দলও অটুট থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *