হরিরামপুরে সারের কালোবাজারি রুখতে ব্লক কৃষি আধিকারিকের আকস্মিক অভিযান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হরিরামপুর ১৯শে আগস্ট বিভিন্ন সময় সারের কালোবাজারি নিয়ে ব্লকের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে হরিরামপুর ব্লক কৃষি দপ্তরে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এদিন ব্লকের বিভিন্ন সারের দোকানে আচমকাই পরিদর্শন করেন হরিরামপুর ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ । কথা বলেন সারের দোকানদারদের সাথে বর্তমানে সেই সব দোকানে কি কি সার মুজত রয়েছে এবং কৃষকরা সার নিতে এলে পজ মেশিন ব্যবহার হচ্ছে কিনা ও সেই পজ মেশিন থেকে কৃষকদের সার কেনার পরে তাদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখেন কৃষি অধিকর্তা । বিভিন্ন দোকানে সার কিনতে আসা কৃষকদের সাথেও কথা বলেন ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ । এ প্রসঙ্গে ব্লক কৃষি আধিকারি অমলেশ ঘোষ জানান ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে এই ধরনের অভিযান বিগত দিনে হয়ে এসেছে আগামীতেও চলবে কৃষকদের স্বার্থ রক্ষায় ব্লক কৃষি দপ্তর সর্বদা গতিশীল ভূমিকা পালন করে থাকে । দোকানে সার কিনতে আসা এক কৃষক জানান এখনো অবধি সারের প্যাকেটের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দাম নিয়ে নিচ্ছেন সারের দোকানদার এখনো অবধি তিনি এক টাকাও বেশি দিয়ে সার কেনেননি । সারের দাম নিয়ে ব্লক কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লকের আপমর কৃষকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *