দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ভলেন্টিয়ার ব্লাড ডোনারস ফোরামের সহযোগিতায় আজ কুশমন্ডি থানার প্রাঙ্গণে আয়োজিত হলো ‘উৎসর্গ’ স্বেচ্ছায় রক্তদান শিবির। মূল স্লোগান ছিল — “মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার এসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, কুশমন্ডি ব্লকের বিডিও ড. নয়না দে, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমিত দাস ও বিশিষ্ট সমাজসেবী রাজু জালান।
শিবিরে প্রায় ১৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত দাতাদের হাতে গোলাপ ও মিষ্টির পেকেটে দেওয়া হয় ।।পাশাপাশি কুশমন্ডি হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে জার্সি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার।
এছাড়াও প্রায় ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে মশারি বিতরণ করা হয়।
কুশমন্ডি থানার পক্ষ থেকে জানানো হয়েছে— সমাজকল্যাণমূলক কর্মসূচি হিসেবে ‘উৎসর্গ’ স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী দিনগুলোতেও নিয়মিত আয়োজিত হবে।
Leave a Reply