
কালনা, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টির সময় প্রয়োজন হয় ছাতার -দেখা মেলে বিষধর সাপের । কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশনপাড়া এলাকার 19335210604 (318) নং অঙ্গনওয়ারী কেন্দ্রের বেহাল অবস্থা । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার সময় বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করা তো দূরের কথা ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয় এমনই জানালেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহায়িকা। এই কেন্দ্রের বাচ্চাদের সংখ্যা নেহাত কম নয় ৭০ থেকে ৭২ জনের রান্না এখানে করতে হয় বলে জানান তিনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ
একাধিকবার এই নিয়ে পঞ্চায়েতে বিডিও অফিসে জানানোর পরেও কোনরকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দা রা। সব থেকে বড় কথা এলাকার বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল এই ঘরে সাপের ও উপদ্রব আছে । তারা অনেক সময়ই সাপ এই ঘরে ঢুকতে এবং বেরতে দেখেছেন।এই অঙ্গনওয়ারি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সারা বছর যেমন তেমন কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে। যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয় ঠিক তেমনি বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়।
পরিকাঠামো গত এত সমস্যা থাকার কারণে পঠন-পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিক ভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । যত দ্রুত সম্ভব এই ঘরটি সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা।












Leave a Reply