গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- তিরঙ্গা যাত্রায় যাওয়ায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী ও তার পরিবার। রবিবার আক্রান্তদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন গোয়ালপোখরের বিজেপি নেতা গোলাম সারওয়ার। তিন জনের বিরুদ্ধে গোয়ালপোখর থানায় অভিযোগ দায়ের।
সমস্ত অভিযোগ অস্বীকার করে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি পাল্টা দাবি আরেক পক্ষের।
উল্লেখ্য শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিজেপি নেতা গোলাম সারওয়ারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক বাইক নিয়ে গোয়ালপোখরে তিরঙ্গা যাত্রা বের করা হয়। সেই তিরঙ্গা যাত্রায় যোগ দেন গোয়ালপোখরের মহুয়া গ্রাম পঞ্চায়েতের মান্নাবস্তির বিজেপি কর্মী আনোয়ারুল হক। অভিযোগ গতকাল গ্রামের মধ্যেই আনোয়ারুল হকের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। আনোয়ারুল হককে বাঁচাতে তার দুই বৌদি ছুটে আসলে তাদেরকেও গালাগালি ও মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন আনোয়ারুলের পরিবারের সদস্যরা। শনিবার রাতেই গোয়ালপোখর থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ারুল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে সাংবাদিক সম্মেলন করেন গোয়ালপোখরের বিজেপি নেতা গোলাম সারওয়ার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতা গোলাম সারওয়ারের।
অন্যদিকে সমস্ত ঘটনা অস্বীকার করে আনোয়ারুলের হকের সাথে মোহাম্মদ শাহেনশাহ আজম এর পারিবারিক জমি বিবাদ রয়েছে দীর্ঘদিনের। মহম্মদ শাহেনশাহ আজমের পাল্টা অভিযোগ আনোয়ারুল হক তাঁর জমি দখল করতে করতে গেলে বাধা দেওয়াই তার পরিবারের উপর পাল্টা মারধরের অভিযোগ তোলেন তিনি।
এই ঘটনায় দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে গোয়ালপোখর থানায় অভিযোগ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply