মালদার হরিশ্চন্দ্রপুরে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, জখম ৬।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —হরিশ্চন্দ্রপুরে জমি বিবাদের জেরে দু পক্ষের মধ্যে বচসা। জখম ছ’জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জন। একে অপরের বিরুদ্ধে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে জখম করে দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ন’টা নাগাদ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মসজিদের জায়গা দখল করে পাকা বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে রুকসেদ আলি ও মাজারুল ইসলামের মধ্যে বিবাদের সূত্রপাত। তারা সম্পর্কে কাকাতো ভাই। মহেন্দ্রপুর পূর্বপাড়া জামে মসজিদের সোয়া কাঠা জমি দখল করে পাকা বাড়ি করেছেন মাজারুল এমনটাই অভিযোগ রুকসেদের। এই নিয়ে দীর্ঘ এক মাস ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। আজ,বুধবার দুই পক্ষের আমিন দিয়ে জমি মাপজোক করার কথা ছিল।
মঙ্গলবার রাতে গ্রামের ভরা চায়ের দোকানে মাজারুলকে ডেকে হেনস্থা ও অপমান করে রুকসেদ বলে অভিযোগ। প্রথমে দু পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। সে সময় রুকসেদ মাজেরুলকে চড় মারলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর উভয় পক্ষের পরিবারের লোকেরা ছুটে আসলে তর্ক মারামারিতে পরিনত হয়। ঘটনায় রুকসেদ পক্ষের দু’জন ও মাজারুল পক্ষের চারজন জখম হয়েছে। গুরুতর জখম হয়েছে রুকসেদ ও মাজারুল। আশঙ্কাজনক অবস্থায় তারা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। দু পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *